হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধিঃগত ২১ মার্চ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রয়াত রাষ্ট্রপতি এডভোকেট জিল্লুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিল্লুর রহমান পরিষদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।খবর বাপসনিউজ।
সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকী সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ এমপি।বিশেষ অতিথি পানি সম্পদ উপ মন্ত্রী একে এম এনামুল হক শামীম এমপি,ঢাকা মহানগর দ আওয়ামী লীগের সহ সভাপতি ডাক্তার দিলীপ কুমার রায়, আওয়ামী লীগ নেতা এমএ করিম। আলোচনা করেন জিল্লুর রহমান পরিষদের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান খোকা, যুগ্ম সম্পাদ রোকন উদ্দিন পাঠান।অন্যান্য অতিথিদের মাঝে ছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম রনি, বঙমাত পরিষদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, যুবলীগ নেতা মানিক লাল ঘোষ, রোজ সাংস্কৃতিক জোটের মাহবুব হোসেন, মুক্তিযোদ্ধার সন্তান এম ফয়েজ উল্লাহ, ভাসানী ন্যাপ সভাপতি এম এ ভাসানী, এম আজিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।