জামালপুর থেকে প্রকাশিত দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকায় ২৬ জুলাই তারিখে ” নান্দিনা রেল স্টেশনে টিকেট কালোবাজারি অব্যবস্থাপনা বন্ধে অবস্থান কর্মসূচী ” শিরোনামে প্রকাশিত সংবাদটিকে মিথ্যা,বানোয়াট ও মনগড়া বলে এর তীব্র প্রতিবাদ করেছেন,ঐতিহ্যবাহী এ অঞ্চলের শান্তিপ্রিয় এলাকাবাসী। তারা লিখিত বক্তব্য বলেন,নান্দিনা একটি পুরাতন জনপথ,এ অঞ্চলের একটি দীর্ঘ দিনের অর্জন রয়েছে যাহা সারা জেলাবাসী অবগত রয়েছেন, ঐ সংবাদে উল্লেখিত স্টেশনের বুকিং মাষ্টারের নামেও মনগড়া কোৎসা রটনা করা হয়েছে। সংবাদে দেওয়ানগঞ্জ-ঢাকা কমিউটার ট্রেনের টিকেটের মূল্য নিয়ে বানোয়াট কল্প কাহিনিকে সংবাদ বানানো হয়েছে, যাদের ব্যানারে অবস্থান কর্মসূচী দেখানো হয়েছে এরা কোমলমতি শিক্ষার্থী, এরা নিজেও বুঝে উঠেনি কি নিয়ে ওরা প্রতিবাদ করছে বা কি ওদের চাওয়া। কমিউটার যেহেতু খেটে খাওয়া মানুষের একটি জনবহুল চলাচল মাধ্যম সীটের তুলনায় চাহিদা অত্যাধিক হলে সামান্য হুলুস্থুল এটি অস্বাভাবিক কিছু না। এ মিথ্যা সংবাদে এ অঞ্চলের দীর্ঘ দিনের অর্জিত সুনাম বিনষ্ট হওয়ায় এলাকাবাসী চরমভাবে মর্মাহত হয়েছেন এবং পত্রিকার মত একটি প্রচার মাধ্যমে মিথ্যা কাহিনীকে সংবাদের আইটেম করায় সম্মানহানিতে পড়েছেন। সুতরাং উল্লেখিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ করেছেন এবং এ মিথ্যা সংবাদে কাউকে বিভ্রান্ত না হতে অনুরোধ করেছেন।