মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায় পুকুরে গোসল করতে নেমে দুই শিশু মারা গেছে। ১৫ জুলাই (শুক্রবার) দুপুরে সিকদার পাড়া আলী খান চৌকিদারের পুকুরে এ ঘটনা ঘটে। তারা হলো, সিকদার পাড়া এলাকার মুহাম্মদ ইকবালের মেয়ে ইসরাত জাহান (৭) ও সন্ধীপ কলোনি এলাকার মুহাম্মদ রাসেলের মেয়ে সুবর্ণা (৭)। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের কর্মকর্তা (এএসআই) আলউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিশু দুটি পুকু গোসল করতে নেমে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পুকুরের সব জায়গায় খুঁজেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে জাল দিয়ে পানির গভীর থেকে অচেতন অবস্থায় তোলার পর স্বজনরা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত বলে ঘোষণা করেন।