পাঁচবিবি পৌর নির্বাচনে বাবার জন্য ভোট চাইলেন নায়িকা
Reporter Name
/ ১৫২৮
Time View
Update :
বুধবার, ২০ জুলাই, ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ণ
Share
জামিরুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি চিত্রনায়িকা তানহা মৌমাছির বাবা জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছেন। তার পক্ষে ভোট চাইতে বিভিন্ন এলাকায় ঘুরে ভোট চাচ্ছেন তিনি। দীর্ঘ প্রায় ১১ বছর পর পাঁচবিবি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ জুলাই। নির্বাচনকে ঘিরে চারদিকে উৎসবের আমেজ। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সেই প্রচারণায় কাউন্সিলর প্রার্থী বাবার পক্ষে যুক্ত হয়েছেন তানহা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ছোটবেলা কেটেছে প্রিয় জন্মভুমি পাঁচবিবির মাটিতে। ছোটবেলা থেকেই যখন শিল্পকলা একাডেমিতে যেতাম তখন বাবা আমার পাশে ছিলেন। আমার পৃথিবী বলতে বাবাই আমার সব। বাবা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাই ঢাকায় সব কাজ ফেলে এসেছি বাবার জন্য উট পাখি প্রতীকে ভোট চাইতে। আমি আশা করি বাবা জয়ী হলে এলাকার উন্নয়নমূলক কাজগুলো তিনি বেশি করবেন।’ সম্প্রতি এই নায়িকা ‘বাসর ঘর’ সিনেমার শুটিং শেষ করেছেন। সর্বশেষ তাকে উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করতে দেখা গেছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।