মোঃ তরিকুল ইসলাম নিজস্ব প্রতিবেদক শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ডিগ্রী পাস কোর্সের পরীক্ষা। কিন্তু পরীক্ষা শুরুর থেকেই “মোংলা সরকারি কলেজ” এর পরীক্ষার্থীদের ভোগান্তির শেষ নাই। পরীক্ষার্থীদের প্রধান সমস্যা পরীক্ষা কেন্দ্রের দুরত্ব। পূর্ববর্তী বছরের ন্যায় এবারও পরীক্ষার কেন্দ্র হিসেবে বাগেরহাট সরকারি পি.সি. কলেজ কে নির্ধারন করা হয়েছে। মোংলা থেকে পি.সি. কলেজ এর দুরত্ব প্রায় ৪০ কিলোমিটার। মোংলা সরকারি কলেজের বেশিভাগ শিক্ষার্থী গ্রাম থেকে আসে। অনেক শিক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রের দুরত্ব ৫০-৬০ কিলোমিটার। এই বিশাল দুরত্বের পথ অতিক্রম করে পরীক্ষা দিতে যাওয়া অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। যাতায়াতের খরচ, সড়ক দুর্ঘটনার ভয় ইত্যাদি ইস্যু শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। এছাড়াও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯ টা ৩০ মিনিট। সময়মতো পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য শিক্ষার্থীদের খুব ভোরে ঘুম থেকে উঠতে হয় এমনকি অনেকে নাস্তা খাওয়ার সময় পায়না। নির্ধারিত সময়ের পূর্বে পরীক্ষার কেন্দ্রে পৌছানোর জন্য তাড়াহুড়ার শেষ থাকেনা। এছাড়াও এখন রমজান মাস,মুসলিম ধর্মাবলম্বী শিক্ষার্থীরা রোজা রাখে। তারা আরও ভোগান্তির স্বীকার হচ্ছে। রোজা রাখা অবস্থায় এই গরমে দীর্ঘ পথ অতিক্রম করে পরীক্ষা দেওয়টা তাদের জন্য অধিকতর কষ্টকর। মোংলাতে একাধিক কলেজ এবং বিদ্যালয় রয়েছে, যেখানে পরীক্ষা নেওয়ার মতো উপযুক্ত পরিবেশ রয়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষ যদি মোংলাতেই পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করে পরীক্ষা নেওয়ার ব্যাবস্থা করতো তবে শিক্ষার্থীদের এতো ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে হতোনা। যাতায়াতের খরচ টাও কমে যেতো। আশা করা যায় শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে পরবর্তীতে অনুষ্ঠিত সকল পরীক্ষা স্থানীয় কলেজ বা বিদ্যালয়ে নেওয়া হবে।