মোঃ মঈনুল ইসলাম মিন্টু স্টাফ রিপোর্টার নড়াইল।
গতকাল আনুনানিক রাত ৩ টার সময় গোবরা থেকে একটা ছাগল চুরি করে নড়াইলে মাদরাসা বাজারের দিকে যাওয়ার পথে ধোপাখোলার বালুরবেডের কাছে পৌছালে বালুর বেডে থাকা নড়াইল জেলা ছাত্রমৈত্রীর সভাপতি এসকে রুবেল হোসেনের সন্দেহ হলে দুই কিশোরকে আটক করে বিভিন্ন প্রশ্ন করেন।
এক পর্যায়ে তাদের অভিবাবকদের কাছে ফোন দিতে বললে তারা অস্বীকার করে। সর্বপরি তারা স্বীকার করে যে ছাগলটি রাব্বি ও তার বন্ধু মিলে তার চাচার গোয়ালঘর থেকে চুরি করে বিক্রির উদ্দেশ্যে মাদরাসা বাজারের দিকে নিয়ে যাচ্ছে।
ঘটনা সূত্রে জানাযায় চোর ১ রাব্বি গোবরা গ্রামের আলেক আলীর ছেলে ও কলোড়া গ্রামের আলমের ছেলে।
তখন এস কে রুবেল সদর থানার অফিসার ইনচার্জ কে ফোন করে তাদেরকে পুলিশে হস্তান্তর করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ শওকত কবির বিষয়টি সঠিক বলে নিশ্চিত করেন।