আজ ২৬ শে মার্চ বাঙালি জাতির জন্য এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাঙালির সাহসী সন্তানেরা ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে। যার যা কিছু ছিল তাই নিয়ে অজেয় দুর্গ গড়ে তুলেছিল এই বাংলার মাটিতে। এই দিনটিকে শ্রদ্ধা ভরে স্মরণ এর উদ্দেশ্যে জেলা প্রশাসন নোয়াখালী কর্তৃক সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন জনাব দেওয়ান মাহবুবুর রহমান, জেলা প্রশাসক নোয়াখালী; সাথে ছিলেন জনাব আবু ইউসুফ, উপ-পরিচালক স্থানীয় সরকার; জনাব ইসরাত সাদমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); জনাব মোঃ রবিউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব); জনাব নাজিমুল হায়দার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; জনাব তামান্না মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি); জনাব নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার সদর নোয়াখালী এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।