শামীম তালুকদার, ব্যুরো চীফ,ময়মনসিংহ নেত্রকোণায় জটিল রোগীদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বুধবার কিডনি, লিভার সিরোসিস, ক্যান্সার,জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড,থ্যালাসামিয়া রোগে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ। প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপক ধর গুপ্ত, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ আলাল উদ্দিন প্রমুখ।