শামীম তালুকদার, ব্যুরো চীফ,ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আন্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫ দফা দাবী বাস্তবায়নে ক্লাস বর্জন করে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। মঙ্গলবার দুপুর ১২ টা থেকে বেলা ১ টা পর্যন্ত বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গেইটের সামনে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ করে। পুলিশ এসে শিক্ষার্থীদেরকে রাস্তা ছেড়ে বিদ্যালয়ের ভিতরে প্রবেশের অনুরোধ জানায়। শিক্ষার্থীরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে বিক্ষোভ করতে থাকে।বেলা ১ টার দিকে বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের দাবী মেনে নেয়ার আশ্বাস দিলে তারা রাস্তা ছেড়ে বিদ্যালয়ে প্রবেশ করে। শিক্ষার্থীদের দাবীগুলো হচ্ছে— বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্হলে একজন যোগ্য ও অভিজ্ঞ প্রধান শিক্ষক নিয়োগ,নিয়মিত ক্লাস নেয়া,দ্রুত সিলেবাস প্রদান,নিয়মিত শ্রেণীকক্ষ পরিষ্কারকরণ,উন্নতমানের টিফিন প্রদান,খেলাধূলা সামগ্রী প্রদান। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা স্বপ্না রানী সরকার জানান,স্কুলের প্রধান শিক্ষিকা ছুটিতে রয়েছেন। শিক্ষার্থীদের ৫ দফা দাবী লিখিত আকারে তাদের কাছে জমা দিয়েছে, এ বিষয়ে আলোচনার মাধ্যমে পরবর্তীতে এসব সমস্যার সমাধান করা হবে। আন্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আকলিমা খাতুন জানান,তিনি ময়মনসিংহের বাসায় আছেন,চোখের অপারেশনের পরে পুনরায় ডাক্তার দেখানোর জন্য ছুটি নিয়েছেন।বিদ্যালয়ে যান না এ কথাটি ঠিক নয়,অসুস্থতা নিয়েও তিনি ময়মনসিংহ থেকে প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া -আসা করেন। নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান বলেন,শিক্ষার্থীদের আন্দোলন ও দাবী দাওয়ার কথা শুনেছি।বিদ্যালয়ে গিয়ে সকলের সাথে আলোচনা করে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।