শামীম তালুকদার, নেত্রকোণা স্বাধীনতা যুদ্ধের সময় শহীদ শ্রমিকলীগ নেতা মেহের আলী স্মরণে তার পরিবারের পক্ষ থেকে হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) জেলা শহরের আখড়ার মোড়ে নেত্রকোণা সেক্টর কমান্ডারস ফোরাম অফিসে আয়োজিত অনুষ্ঠানে খাদ্য সামগ্রী বিতরণ করেন ফোরামের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুজ্জোহা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন -সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সীতাংশু বিকাশ আচার্য চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুস সামাদ,মেহের আলীর ছেলে অ্যাডভোকেট কামরুল হাসান প্রমুখ।