শামীম তালুকদার, ব্যুরো চীফ প্রধানমন্ত্রী অসহায়দের পাশে রয়েছেন- বললেন নেত্রকোণা জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ। রোববার ( ৪সেপ্টেম্বর)জেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় শহরের সাতপাই ইনডোর স্টেডিয়ামে অসহায় দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনির হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) মাহমুদা আক্তার, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট নিয়াজ মাখদুম,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমুখ।