শামীম তালুকদার, নেত্রকোণা নেত্রকোণায় যাত্রী হয়রানি রোধে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্র্যাট অন্জনা খান মজলিশের দিক নির্দেশনায় অতিরিক্ত ভাড়া আদায় রোধে সারা জেলায় শনিবার একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।নেত্রকোণা সদরের পারলা বাস টার্মিনালে সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) মাহমুদা আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করেন। জানা যায়,নেত্রকোণা শহরের প্রধান বাস টার্মিনালসহ জেলার সকল উপজেলা বাস টার্মিনালে ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া নিয়ে হয়রানি করা হচ্ছিল। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক অন্জনা খান মজলিশের দিক নির্দেশনায় শনিবার একযোগে সারা জেলায় সকল টার্মিনালগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করেন সকল উপজেলার ইউ এনও এবং নির্বাহী ম্যাজিস্ট্র্যাটগণ । এ সময় সি এন জি,বাস সহ গণ পরিবহনে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারকগণ বেশ কয়েকজনকে অর্থদণ্ড করেন।