শামীম তালুকদার, ব্যুরো চীফ,ময়মনসিংহ
নেত্রকোণার দুর্গাপুরে ‘আমার শিক্ষা, আমার অহংকার ‘এ প্রতিপাদ্যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে।
শুক্রবার (২০মে) বিকেলে উপজেলার মণি সিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে এই চেক বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিব-উল আহসান।
ডিএসকে বিশেষ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্হাপক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসকের নির্বাহী পরিচালক ডা.দিবালোক সিংহ।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মাদ নাছির উদ্দীন, ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান,আঞ্চলিক ব্যবস্হাপক আবুল কালাম আজাদ প্রমুখ।
আলোচনা শেষে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার পিএসসি,জেএসসি, এসএসসি, এইচএসসি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এমন ১০৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৩ লক্ষ৭৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।