সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তৃতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ে ৩৭৫টি পরিবারকে গৃহসহ জমি হন্তান্তর করা হবে ২১ জুলাই। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সাড়ে দশটায় সাংবাদিক সম্মেলনে করেছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, আশ্রয়হীনদের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক জেলায় মোট ৩৭৫টি পরিবার জমিসহ গৃহ পেতে যাচ্ছে এর মধ্যে নীলফামারী সদর উপজেলায় ৫০টি, ডোমার উপজেলায় ৫০টি, ডিমলা উপজেলায় ২৫ টি, জলঢাকা উপজেলায় ১০০টি, কিশোরগঞ্জ উপজেলা ৫০টি ও সৈয়দপুর উপজেলায় ১০০টি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোজাম্মেল হক রাসেল, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি, সাধারণ সম্পাদক হাচান রাব্বি প্রধান, মীর মাহমুদুল হাসান আস্তাক, নুর আলম, নুরে আলম দুলাল, সুভাষ বিশ্বাস, আল-আমিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।