নীলফামারীতে নারী নেতৃত্ব সৃষ্টির জন্য কর্মপরিকল্পনা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
Reporter Name
/ ১২৪৭
Time View
Update :
মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ২:৩৫ পূর্বাহ্ণ
Share
সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারী সদর উপজেলা আওয়ামীলীগের নারী নেতৃত্ব সৃষ্টির জন্য কর্মপরিকল্পনা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এর বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান। সদর উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান মিতুর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান। বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বকুল হোসেন ও ধর্ম বিষয়ক সম্পাদক সাইয়েদুজ্জামান লালু বক্তব্য দেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রোকেয়া ইসলাম রুপালি ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী বক্তব্য দেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।