নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ এবং ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রেনের ধাক্কায় বুদা মামুদ(৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খুলনা থেকে চিলাহাটীগামী রুপসা ট্রেনটি শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের অদূরে কুখাপাড়াস্থ চেতাশাহার ঘুণ্টি এলাকায় এই বুদা মামুদকে ধাক্কা দিলে এদূর্ঘটনা ঘটে। বুদা মামুদের বাড়ি জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের বউবাজার বেগপাড়া গ্রামে। তিনি কানে কম শুনতেন বলেও জানান প্রতিবেশিরা। ঘটনার সময় বাসার বাজার করে ট্রেন লাইন দিয়ে হেটে বাড়ী ফিরছিল।