নিউজ ডেস্কঃ
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকের নেতৃবৃন্দের উপর বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলার প্রতিবাদে গত ২৯ শে মার্চ রোজ মঙ্গলবার দুপুর দুই ঘটিকায় পূর্ব লন্ডনের গ্রিন লিফ রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
এতে লিখিত সংবাদ পাঠ করেন সংগঠনের সভাপতি মুসলিম খান। লিখিত সংবাদে বলা হয় গত ১২ই ফেব্রুয়ারি ২০২২ইং তারিখে মৌলভীবাজার জেলার রাজ নগর উপজেলায় নিরাপদ বাংলাদেশ চাই ইউকে সাত নেতৃবৃন্দের উপর ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত্র নামে পুলিশী হয়রানি অব্যাহত রয়েছে। মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার ও পুলিশী হয়রানি বন্ধ করার আহবান জানানো হয়। নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সভাপতি মুসলিম খান, সহ সেক্রেটারী মো: আবু তাহের,সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ খান, মির্জা এনামুল হক,শফিউল আরফিন জুনেদ,মির্জা সাইফুল, মো: আমিনুর রহমান তাদের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্হিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো: আসয়াদুল হক,সহ-সেক্রেটারী আরিফ আহমদ, মো: সাইফুর রহমান রাজু,মো: সৈয়দুল ইসলাম, রফিক আহমদ, খালেদ খান প্রমুখ। এছাড়াও বিভিন্ন অনলাইন নিউজ পেপারের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।