স্টাফ রিপোর্টার,মোঃ রাকিবঃ নওগাঁয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহণ প্রকল্পে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক তিনদিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শহরের কেডির মোড় জননী টেনিং সেন্টারে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এ তিনদিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। এডভোকেসি নেটওয়ার্ক নওগাঁ জেলা শাখার সভাপতি পারভীন আকতারে সভাপতিত্বে এসময় এডভোকেসি নেটওয়ার্ক নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি এ্যাড: আব্দুস ছালাম, মজিনা খাতুন, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহমুদুন নবী বেলাল প্রমূখ সহ বিভিন্ন সংস্থার নির্বাহী পরিচালক ও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এসময় মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের ডিভিশনাল ফ্যাসেলেটর মানুয়েল টুডু, এসিস্ট্যান্ট ডিভিশনাল ফ্যাসেলেটর সুদিপ কুমার, সহযোগী টেনার আমিনুল ইসলাম বেলাল, মিনহাজল করিম। এসময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহণ ও মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন বিষয়ক এর উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।