মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ দেশে অহরহ সাংবাদিক নির্যাতন ঘটনা ঘটছেই। সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি সরকারকে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ণসহ ১৪ দফা দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহবান জানান। তিনি পাবনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১০ম বর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। বুধবার বেলা ১২টায় ড্রীম প্যালেস কনফারেন্স হলে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন। বিএমএসএফ পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব ডা. আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদ সোহেল, সাধারণ সম্পাদক শিবলী সাদিক সহ-সভাপতি সাইদুর রহমান বাবুল। অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আজম অপু, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, এমএস ফুড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম ফারুক। এছাড়াও বক্তব্য রাখেন পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা সংবাদপত্র মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল রানা বিপ্লব, দৈনিক বিপ্লবী সময়ের নির্বাহী সম্পাদক এম.এ. সালাম, সাপ্তাহিক বাঁশপত্রের বার্তা সম্পাদক আলমগীর কবির হৃদয়, সাংগঠনিক সম্পাদক জে.কে. প্রিন্স প্রমূখ। এসময় অনন্য সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক, নারী উদ্যোক্তা বর্ণা বিশ্বাস, বাসস ও ভোরের কাগজের পাবনা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, আইএনএস এর সম্পাদক হাসান আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দেওয়ান মাযহার মুন্নু, এশিয়ান টিভির পাবনা প্রতিনিধি আর কে আকাশ, মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি হুজ্জাতুল হীরা, দৈনিক পাবনার আলোর সহ-বার্তা সম্পাদক হুমায়ন কবির, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা জেলা শাখার আইন উপদেষ্টা মীর ফজলুল করিম বাচ্চু, ইউএনএস পাবনার বার্তা সম্পাদক এস.এ. পারভেজ, নির্বাহী সদস্য আব্দুস সাত্তার শিপলু, রেহেনা পারভীন, শারাফা বিনতে শরীফ নাবা, জান্নাতুল ফেরদৌস অনি, সোহেল রানা, মুনিম শাহরিয়ার কাব্য, মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার সভাপতি সুমন আলী, সিএনএফ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালেদ আহমেদ, দৈনিক বসুন্ধরার পাবনা শিশির ইসলাম, রাজিব জোয়াদ্দার, আরিফ হাসান জয়, ইমতিয়াজ ভুঁইয়া, আমান উল্লাহ আমানসহ পাবনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের দপ্তর সম্পাদক এসএম আদনান উদ্দিন।