বিশেষ প্রতিবেদন, জুয়েল ফুলপুর উপজেলা প্রতিনিধি ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় স্বামী,অন্তঃসত্ত্বা স্ত্রী ও তাদের এক মেয়ে সহ ৩ জনের মৃত্যু হয়েছে।শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ৩ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের কোর্টবিল্ডিং গুলশান সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটেছে । নিহতরা হলেন-জাহাঙ্গীর আলম(৪২),স্ত্রী রত্না বেগম (৩২) ও মেয়ে সানজিদা (৬)।এক সাথে ৩ জনের মৃত্যু হয়েছে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানা যায় ।তিনি জানান,নিহত রত্না বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।মেয়ে সানজিদাসহ রত্নাকে নিয়ে তার স্বামী একটি ডায়াগনস্টিক সেন্টারে স্ত্রীর আল্টাসনোগ্রাফি এসেছিলেন।এসময় রাস্তা পারাপারের সময় হটাৎ ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের উপর চাপা দেয়।এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও মেয়ে মারা যায়। দূর্ঘটনায় মারা যাওয়া মহিলা ০৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলো গর্ভের সন্তান পেট ফেটে বাহির হয়ে যায় বাচ্চাটি এখনো বেঁচে আছে।বাচ্চাটি চিকিৎসাধীনে রয়েছে এবং বাচ্চাটি হাতে আঘাত পেয়েছেন বলে জানান ডাক্তার