সাইদুর রহমান আকাশঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সমগ্র বাংলাদেশ ব্যাপী ২৬,২২৯ টি গৃহহীন পরিবাবরের মাঝে জমি সহ গৃহ হস্তান্তর করা হচ্ছে আজ থেকে। তারই ধারাবাহিকতায় তালা উপজেলায় ১শত গৃহহীন পরিবারের মাঝে আজ জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান করা হয়েছে। ২১ শে জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১ (তালা- কলারোয়া) আসনের মাননীয় সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লা এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ূন কবির, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) (আব্দুস সালাম), তালা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খা বাবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, সহ তালা সরকারী কলেজ, শহীদ মুক্তিযোদ্ধা কলেজ, তালা মহিলা কলেজ এর অধ্যক্ষবৃন্দ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন সহ তালা উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয় সহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ।