নাসুম বিল্লাহ জাফর বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে সাংবাদিক ঐক্যজোটের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবুল হাসান সভাপতি (দৈনিক দিগন্তর) ও ইমরান হোসাইন বেলাল সাধারণ সম্পাদক (দৈনিক দেশের কন্ঠ) পদে নির্বাচিত হয়েছে। এ-র আগে গত ৫ ডিসেম্বর সাংবাদিক ঐক্যজোটের নিয়মিত মাসিক সভায় ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আজ সোমবার সকাল ১০ টায় (২৬ ডিসেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে আবুল হাসান সভাপতি ও ইমরান হোসাইন বেলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাসুম বিল্লাহ জাফর, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ খান জয়, সাংগঠনিক সম্পাদক পলাশ হাওলাদার আকাশ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক হায়দার হাওলাদার, কার্যনির্বাহী সদস্য ইব্রাহিম সুমন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় পদটি শূন্য রয়েছে। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে ওই পদ পুরন করার হবে বলে জানা গেছে।