সঞ্জয় দাস ,নীলফামারী জেলা প্রতিনিধি:নীলফমারীর ডোমারে সড়ক দূর্ঘটনায় ভ্যানচালকসহ দুই জন নিহত হয়েছে। সোমবার (১আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ডোমার-জলঢাকা সড়কের একবট নামক স্থানে চালবোঝাই ট্রাক্টরের চাকা খুলে ভ্যানের উপর উল্টে পড়লে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, মটকপুর এলাকার মৃত শুক্রারু মাহমুদের ছেলে আফছারুল ইসলাম (৪৫ )ও ডিমলা বড় মসজিদ এলাকার লেবু মিয়ার জহুরুল ইসলাম (২৫)।
আহতরা হলেন, জহুরুল ইসলামে বোন লিমা ও তার স্বামী শরিফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ডোমার হতে প্রায় ১০ টনের একটি চালবোঝাই ট্রাক্টর জলঢাকা যাওয়ার পথে একবট নামক স্থানে অতিরিক্ত ওজনের
কারণে ট্রাক্টরের চাকা খুলে যায়। এতে বিপরিদ দিক থেকে আসা একটি ভ্যানের উপর ট্রাক্টরটি পড়ে যায়। এতে ঘটনাস্থালে শরিফুল নিহত হয়।
রংপুর মেডিকেলে নেওয়ার পথে আফছারুল নিহত হয়। তবে বাকি দুই জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ উন নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।