মো:সাব্বির হোসেন রনি। গাইবান্ধা জেলা প্রতিনিধি :- ডেপুটি স্পিকারের মৃত্যুতে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ডিগ্রি কলেজে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই রবিবার দুপুরে কঞ্চিপাড়া কলেজের হল রুমে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোকসভায়,ফজলে রাব্বী মিয়ার আত্মার মাগফেরাত কামনা করে শোকসভায় এটি এম রাশেদুজ্জামান রোকন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য দেন। এসময় তিনি বলেন কঞ্চিপাড়া ডিগ্রি কলেজে তিনি ২০ বছর গভনিং বডির সভাপতি ছিলেন এসময় কালে কঞ্চিপাড়া কলেজে ব্যাপক সার্বিক উন্নয়ন করেছেন যা এক অবিস্মরণীয় হয়ে থাকবে। এসময় অত্র কলেজের শিক্ষক কর্মচারী সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জানা যায়, নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বিকাল সাড়ে ৪টায় (বাংলাদেশ সময় রাত আড়াইটা) মাউন্ট সিনাই হাসপাতালে ফজলে রাব্বী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুআরোগ্য ক্যান্সারে ভুগছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী এমপি।