জাতীয় ছাত্র সমাজ বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জাতীয় পার্টির একটি ছাত্র সংগঠন। ১৯৮৩ সালের ২৭ মার্চ প্রথমে নতুন বাংলা ছাত্র সমাজ নামে এ সংগঠনের যাত্রা শুরু হয়। ছাত্রসমাজ একটি আদর্শিক ছাত্র সংগঠন । এই সংগঠনটি বরাবরই শারীরিক নির্যাতন ও মানসিক নিগ্রহমুক্ত, র্যাগিং – গেস্টরুম সংস্কৃতিমুক্ত শিক্ষাঙ্গন চাই। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা চাই, বাকস্বাধীনতা চাই। রাজনীতিতে মেধাবিদের অংশগ্রহণ চাই, দেশ বিনির্মানে ছাত্ররাজনীতির ঐতিহাসিক ভূমিকার প্রত্যাবর্তন চাই। দেশের সকল শিক্ষাঙ্গনে ছাত্রদের অধিকার রক্ষায় ছাত্র সংসদসমূহের গণতান্ত্রিক নির্বাচন চাই। জাতীয় ছাত্র সমাজ সন্ত্রাস, চাঁদাবাজি, ও মাদকমুক্ত ছাত্রসংগঠন। ছাত্রদের অধিকার রক্ষায়, নিরাপত্তা ও বাকস্বাধীনতা আদায়ে, শিক্ষার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। মেধা ও অধিকারের ছাত্ররাজনীতি প্রতিষ্ঠায়, গণতান্ত্রিক সমৃদ্ধ দেশ নির্মাণে জাতীয় ছাত্র সমাজের ভূমিকা অনস্বীকার্য । বাংলাদেশে বহু ছাত্র সংগঠন রয়েছে কিন্তু কিছু ছাত্র সংগঠনের অপকর্মের জন্য কুলষিত ছাত্র সংগঠন সমূহ । কিছু ছাত্র সংগঠন ক্ষমতার আর প্রতিপত্তের কারণে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে কিন্তু ছাত্র সমাজ বরাবর এক অভিন্ন সংগঠন । মরহুম জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার নিমিত্তে ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় সভাপতি জনাবা নুরুন নাহার বেগম এর নির্দেশনায় ছাত্র সমাজের কমিটি গঠন করা হয় । উক্ত কমিটি গঠনের অনুষ্ঠানটি উদ্বোধন করেন জনাব মোঃ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক জাতীয় পার্টি বালিয়াডাঙ্গী উপজেলা শাখা । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলমগীর হক সদস্য সচিব জাতীয় ছাত্রসমাজ, ঠাকুরগাঁও । এছাড়াও জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।পরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাতীয় ছাত্র সমাজ উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আকতার আলী (মিলন) ও সদস্য সচিব রুবেল সহ ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়েছে। বুধবার (২০ জুলাই) জাতীয় ছাত্র সমাজ ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক এ.বি.এম নুরে আলম নওশাদ ও সদস্য সচিব আলমগীর হকের স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।