জামিরুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জে গুলিতে নিহত যুবদলকর্মী শাওন হত্যার প্রতিবাদে জয়পুরহাটে শোক র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার সকালে শোক র্যালিটি শহরের স্টেশন এলাকা থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান,জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহবায়ক সরোয়ার রওশন সুমন, মামুনুর রশীদ চৌধুরি আনিসুর রহমান, শহিদুল ইসলাম লিপটন, গোলাম রব্বানী রাব্বি, হারুনুর রশিদ জুয়েল। এ ছাড়া আজকের বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, মহিদুল ইসলাম রাজিব, আতিকুর রহমান সোহাগ।