জামিরুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাট পৌর শহরের বিশ্বাসপাড়া এলাকায় ২৭ বছর বয়সী এক তরনীকে ধর্ষণের অভিযোগে শাহীন আলম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত শাহীন আলম নওগাঁর পত্মীতলা মোড় এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান জানান, জয়পুরহাট পৌর শহরের বিশ্বাসপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন ওই তরুনী। শনিবার দুপুরে তার ঘরে কেউ না থাকার সুযোগে শাহীন আলম তার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। বিষয়টি তখন এলাকায় জানাজানি হলে র্যাবকে খবর দেওয়া হয়। র্যাব গিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।