জামিরুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে ও পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমকে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি শহরের স্টেশন এলাকা থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসাইন, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, জয়পুরহাট পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক পিয়াল আহমেদ. সদস্য সচিব হাসানুল বান্না হাসান প্রমুখ।