মাসুম বিল্লাহ জাফর বরগুনা জেলা প্রতিনিধিজ্বালানি তেল সহ বিভিন্ন দ্রবের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ০৯আগস্ট (মঙ্গলবার) প্রতি জেলায় জেলায় অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল।
এরই ধারাবাহিকতায় সকল জেলার ন্যায় আজ সকাল ৯টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে “জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল কর দেশ বাঁচাও কৃষক বাঁচাও সার ও কৃষি পণ্যের দাম কমাও” স্লোগানে স্লোগানে বরগুনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী বিক্ষোভ মিছিল ।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি জনাব আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ(পীর সাহেব কেওড়াবুনিয়া)।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন-
ইসলামী আন্দোলন বাংলাদেশ,বরগুনা জেলা শাখার সম্মানিত সহ সভাপতি- মাওলানা হাবিবুর রহমান,
সেক্রেটারি- জনাব মুহাম্মাদ কামিনুল ইসলাম,
জয়েন্ট সেক্রেটারি-মাওলানা আব্দুস শাকুর, সাংগঠনিক সম্পাদক- সাংবাদিক মোঃ গোলাম হায়দার স্বপন সহ আরো বক্তব্য রাখেন,
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান রায়হান।
এছাড়া আরো বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ,ইসলামী যুব আন্দোলন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা ইদ্রিসুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথির দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।