জামিরুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিজ্বালানি তেল-সারের দাম বাড়ায় যারা জনগণের শত্রুু তাঁরা। তেল-সারের দাম বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে ওই শ্লোগান দেওয়া হয়। আজ সোমবার বেলা পৌনে বারোটায় জয়পুরহাট শহরের সড়কে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে পাঁচুর মোড়ে এসে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, এম, রশিদ, বদিউজ্জামান, রমজানুজ্জামান, ওয়াজেদ পারভেজ, উৎপল দেবনাথ।
সমাবেশে বক্তরা বলেন, এমনিতেই দ্রব্যে মুল্যের দাম লাগামহীন বৃদ্ধিতে সারা দেশের মানুষ কষ্টে আছেন। তারপর হঠাৎ করেই আবার তেল-সারের দাম বৃদ্ধি করেছে। যারা তেল-সারের দাম বাড়িয়েছেন তাঁরা জনগণের বন্ধু হতে পারে না। অবিলম্বে তেল-সারসহ সকল দ্রব্যে মুল্যের দাম কমানোর দাবি জানান তাঁরা।