সাইদুর রহমান আকাশঃঃ ৪-৮-২০২২, রবিবার আগামী ১৭অক্টোবর জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাঝে ভোট প্রার্থনা করে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন । রবিবার দুপুরে খেশরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গণসংযোগ ও মতবিনিময়কালে খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু সহ সকল ইউপি সদস্যদের কাছে দোয়া, সহযোগিতা চেয়ে ভোট প্রার্থনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম । এসময়ে আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেনঃ তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলদার আতাউর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রশিদ, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষিকা লায়লা পারভীন পারভীন সেঁজুতি, সাবেক জেলা পরিষদ সদস্য-বর্তমান সদস্য পদপ্রার্থী মীর জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী ইন্দ্রজিৎ দাশ বাপ্পি, জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুন আসিফ মুন্নি, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার, ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভিন পাঁপড়ী, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আসিফ শাহবাজ খান, মুস্তারী সুলতানা পুতুল, বড়দল ইউনিয়ন চেয়ারম্যান জগদীশ সানা, রাসেল স্মৃতি সংসদের জেলা সভাপতি রাশেদুল ইসলাম রাশি, আওয়ামীলীগ নেতা মীর মহসিন প্রমুখ। মতবিনিময় শেষে জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খেশরা ইউনিয়নের চেয়ারম্যান ও সকল সদস্যদের কাছে দোয়া ও সহযোগিতাসহ ভোট কামনা করেন।