বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জননেত্রী শেখ হাসিনা’র উপহারের ঘর চাইলেন স্বামী সন্তানহীন অসহায় জমেলা খাতুন

Reporter Name / ১৫৭৪ Time View
Update : সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ৫:০০ অপরাহ্ণ

 

 

নূরে হাবিব,বিশেষ প্রতিনিধিঃ

মানুষের মৌলিক অধিকারের মধ্যে বাসস্থান হলো অন্যতম।
জননেত্রী শেখ হাসিনা’র সরকার এই বাসস্থানের সুযোগ করে দিলেও জমেলা খাতুনের মত অসহায় একখানি ঘর থেকে বঞ্চিত।

যশোর জেলার শার্শা উপজেলার
৮নং বাগাআঁচড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের টেংরা গ্রামের অসহায় জমেলা খাতুন যার নেই কোনো চাষের জমি, নেই কাজ করে সংসার চালানোর মতো শক্তি সামর্থ্য,মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে চলে তার সংসার, মাঝে মাঝে করেন ঝি এর কাজও।সংসারের হাল ধরার মতো এই দুনিয়ায় কেউ নেই তার।

স্বামী সন্তান থাকলেও নিরুদ্দেশ হয়েছেন বছর দশেক আগে।তাই অসুস্থ হলে প্রতিবেশীরাই একমাত্র ভরসা।

সরজমিনে গিয়ে দেখা জমেলা খাতুনের ছাবড়া ঘরটি ভেঙে দুমরে মুচড়ে পড়ে আছে।
জমেলা খাতুন জানান,বিগত আম্ফান ঝড়ে ঘরটি ভেঙে গেলেও আজ পর্যন্ত ঘরটি মেরামত করতে পারেননি তিনি।
বর্তমানে ঝড় বাতাস হলে দৌড়ে প্রতিবেশীর ঘরে আশ্রয় নেন জমেলা।

স্থানীয় বাসিন্দা মিন্টু,আকবর আলীসহ বেশ কয়েকজন জানান,জমেলা খাতুন দীর্ঘদিন ধরেই এই ভাঙা ঘরটি নিয়ে খুবই দুরাবস্থায় আছেন।আজ পর্যন্ত কোনো সরকারি অনুদানও জোটেনি তার কপালে।

স্থানীয় সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন তার দিকে একটু সুনজর দেন এবং একটি ঘরের ব্যবস্থা করে দেন সেই প্রত্যাশাই ব্যক্ত করেন জমেলা ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST