রনি মিয়া, স্টাফ রিপোর্টার জগন্নাথপুরঃ সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর নলজুর নদীর উপর থাকা (কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন) ডাকবাংলো রোডের প্রাচীণতম ব্রিজ দেবে যাওয়ায় হাজার হাজার জনসাধারণ, ব্যবসায়ী ও যান চলাচল বন্ধ থাকায় চরম দূর্ভোগে পড়েছেন অত্র এলাকার বাসিন্দারা। পাশাপাশি ডাকবাংলো রোডের সব ধরনের ব্যবসা বানিজ্যে দেখা দিয়েছে চরম সংকট। এছাড়া ব্রীজ দেবে যাওয়ায় জগন্নাথপুর বাজারের (পশ্চিম পাড়) সাথে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। ব্রীজটি জরুরী ভিত্তিতে সচল কিংবা বিকল্প ব্যবস্থা না করা হলে পুর্বাঞ্চলের মানুষ যোগাযোগের কারণে চরম ভোগান্তির শিকার সহ ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এমনটাই দাবী করেছেন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ । (রবিবার ১৭ এপ্রিল) দুপুরে জরুরী ভিত্তিতে ব্রীজ সংস্কার বা বিকল্প ব্যবস্থা গ্রহনের দাবীতে জগন্নাথপুর পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তারের সাথে পৌর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জগন্নাথপুর পুর্বপাড় ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ জরুরী ভিত্তিতে এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মেয়র মহোদয়কে অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সেক্রেটারী ও সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া , ব্যবসায়ী তালেব আলী, ব্যবসায়ী জমির আলী, ব্যবসায়ী হেলিম মিয়া, ব্যবসায়ী সবুজ চন্দ্র চন্দ, ব্যবসায়ী আব্দুল মুকিত, ব্যবসায়ী অতুল দেব, ব্যবসায়ী প্রহল্লাদ দেব, ব্যবসায়ী আজিজুল ইসলাম, ব্যবসায়ী ছায়াদ আলী, ব্যবসায়ী সেপন মিয়া, ব্যবসায়ী আসকর আলী, ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম, ব্যবসায়ী আলীনুর মিয়া, ব্যবসায়ী রুমেন মিয়া, ব্যবসায়ী মোর্শেদ আলম, ব্যবসায়ী মখদ্দুছ মিয়া, ব্যবসায়ী পংকজ বাবু, ব্যবসায়ী হামজা আহমেদ, ব্যবসায়ী মিজানুর রহমান, ব্যবসায়ী কাউছার আহমদ প্রমূখ।