রনি মিয়া স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দী ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয়ে থাকা বন্যা কবলিত অসহায় মানুষজনদের মধ্যে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন, আশারকান্দী ইউনিয়ন শাখা। গতকাল ২৯ জুন রোজ বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা কয়ছর এম আহমেদ ও যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সাবেক নেত্রীবৃন্দের অনুপ্রেরণায় বন্যা কবলিত মানুষজনদের মধ্যে আশারকান্দী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে আশারকান্দী ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্র সহ দাওরাই বাজারে এবং বিভিন্ন বাড়িতে আশ্রয়ে থাকা প্রায় ৪০০ টি পরিবারের মধ্য্যে ১২০০ প্যাকেট খাবার ও বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আবু হোরায়ারা সাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম খসরু (সাবেক চেয়ারম্যান), জগন্নাথপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক, আশারকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা বিএনপি সদস্য ফজলুল হক কবেরী, আশারকান্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা বিএনপি সদস্য ফকরুল ইসলাম খান, জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপি সদস্য গোলাম কিবরিয়া চৌধূরী পারভেজ, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য হাজী সুহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম খেজর, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য ফজলু মিয়া, আশারকান্দী ইউনিয়ন বিএনপি নেতা আমিন উদ্দীন, ইউনিয়ন বিএনপি নেতা ফারুক কবিরী, ইউনিয়ন বিএনপি নেতা সৈয়দ এনামুল মেম্বার,মাহবুব মিয়া, আশারকান্দী ইউনিয়ন যুবদল নেতা সুহিবুল হক শাহনাজ, ছদরুল ইসলাম, আলী হোসেন জয়,ইউনিয়ন শ্রমিকদল নেতা হাফিজ মিয়া, শাহ জাহান আহমদ রাজু, জামাল হোসেন, আঃ হক, আশারকান্দী ইউনিয়ন ছাএদলের সভাপতি সামসুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ ছাব্বির, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল আহমদ সহ জগন্নাথপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন ও আশারকান্দী ইউনিয়ন বিএনপি, নেতাকর্মী বৃন্দ।