নিজস্ব প্রতিবেদক: রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মালের ছোট ভাই কাউছার মাল লক্ষীপুর জেলা যুবদলের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় উপজেলাব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। শনিবার বিকেল থেকে লক্ষীপুর জেলা যুবদলের নবনির্বাচিত সদস্য কাউছার হোসেনকে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা অভিনন্দন জানানোর পাশাপাশি উপজেলা ও পৌর আ‘লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা আ‘লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী সাংবাদিকদের ক্ষোভ প্রকাশ করে বলেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি হওয়ার সুযোগে ফয়সাল মাল পৌর নির্বাচনে সোনাপুর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়। সেই ফয়সাল মালের ছোট ভাই কাউছার মাল জেলা যুবদলের সদস্য নির্বাচিত হওয়ায় সত্যেই দু:খজনক। এক ভাই ছাত্রলীগ অন্য ভাই যুবদলের নেতা হওয়ায় পরিবারের মাঝে চলছে জেন্টল ম্যান এগ্রিম্যান্টের রাজনীতি। উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আহমেদ ও সাধারন সম্পাদক আব্দুর রহিম ভিপি বলেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মালের ছোট ভাই কাউছার মাল দীর্ঘ সময় থেকে এলডিপি রাজনীতির সাথে জড়িত রয়েছে। জীবনে কখনো ছাত্রদল কিংবা সহযোগী কোন সংগঠনে ছিলো না। ফয়সাল মাল সাম্প্রতিক সাংবাদিতদের নিকট ভিডিও বক্তব্য দিয়েছে,যে কাউছার মাল যুবলীগের রাজনীতির সাথে জড়িত। এর পরেও জেলা যুবদলের সভাপতি/সাধারন সম্পাদক কোন অদৃশ্য কারনে কাউছার মালকে যুবদলের সদস্য নির্বাচিত করেন।