মো:সাব্বির হোসেন রনি। প্রতিনিধি : গাইবান্ধা জেলা। প্রতিবেদন : গাহবান্ধা সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানায় সরকার বিভাগ – গাইবান্ধা সদর উপজেলা প্রশাসন ও জাইকার উদ্যোগে এক ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ ও গাইবান্ধা সদর -২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি – এমপি। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম, গাইবান্ধা সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার মো. সাইফুর রহমান, গাইবান্ধা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ তাসলিমা সুলতানা স্মৃতি, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের ফ্যাসিলেটর বাবু অরবিন্দু চন্দ্র রায়সহ উপজেলার অন্যান্য প্রশিক্ষণ কর্মশালার কর্মকর্তাগন। এই প্রশিক্ষণ কর্মশালায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, শিক্ষক, সেবা গ্রহীতা ১৪০ জন অংশ নেন। জাতীয় সংসদের মাননীয় হুইপ গিনি বলেন, ডিজিটাল ভুমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দৌড়গোড়ায় এই সেবা পৌঁছাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভূমি ব্যবস্থাপনা উন্নয়নের ফলে সেবার মান বৃদ্ধি পেয়েছে। সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার নতুন পদ্ধতি চালু করায় জনগণ এর সুফল পাচ্ছে। এই ডিজিটাল প্রদ্ধতিকে টেকসই করতে আমাদের সকলকে সক্ষমতা অর্জন করতে হবে।