মো:সাব্বির হোসেন রনি
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
আজ সকাল ৬.৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা শাহজালাল শাহ পরান বাসটি গোবিন্দগঞ্জের বোয়ালিয়া মোড়ে এলে সামন থেকে আসা ব্যাটারি চালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনা স্থানে ২ জন নিহত হয়েছেন ও ২ জন আহত হয়েছেন।
আহত দুইজনকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান বাসটি বেপরোয়া গতিতে আসছিলো।এর মধ্যে সামনে থেকে আসা ভ্যানটি বাসের নিচে চাপা পড়ে আধা কিলোমিটার দূরে গিয়ে বাসটি থামে।
রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বোয়ালিয়া গাইবান্ধা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।