উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে খানসামা উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি নং-দিনাজ-৩৬) এর ত্রি-বার্ষিক নির্বাচনের-২০২৪ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ) সকাল ৯ টা হতে বিকেল ৩টা পর্যন্ত উক্ত কার্যালয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মো. হাবিব ইসলাম বিজয়ী হন। সহ-সভাপতি পদে সিলিং ফ্যান প্রতীকের প্রার্থী মো. সাখাওয়াত হোসেন ৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী ড্রিল মেশিন প্রতীকের প্রার্থী মো. মমিনুর ইসলাম ভোট পেয়েছে ১৫ ভোট পেয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোট ৮৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে টেলিভিশন প্রতীকের প্রার্থী মো.রেজাউল করিম বাদল। তাঁর নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মো. আশরাফুল আলম বাবু পেয়েছে ১৭ ভোট। সহ- সাধারণ সম্পাদক পদে হাঁস প্রতীকের প্রার্থী বিদ্যানাথ চন্দ্র রায় ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী মই প্রতীকের প্রার্থী নূরনবী ইসলাম ৪৩ ভোট পেয়েছে। কার্যকরী সদস্য পদে বাল্ব প্রতীকের প্রার্থী আকাশ ইসলাম ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী আয়নাল হক ৪২ ভোট পেয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. সামিউল ইসলাম, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক এজেদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার এনামুল হক জানান, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির মোট ৯টি পদের মধ্য ৪টি পদের ভোট অনুষ্ঠিত হয়। বাকি ৫টি পদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১৩০ জন। এর মধ্যে ১০২টি ভোট গ্রহণ হয় এবং বিভিন্ন পদের ১৭টি ভোট বাতিল হয়। উক্ত ভোটে সহকারী নির্বাচন অফিসার ছিলেন মঞ্জুরুল হক বিপ্লব চৌধুরী, প্রিজাইডিং অফিসার মমিনুল ইসলাম,পোলিং অফিসার আবু হেনা মোস্তফা কামাল শিমুল। এসময় ভোট কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি মোবাস্বের হক মুক্তি চৌধুরী।সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক ভাবে ছিলেন খানসামা থানা পুলিশ সদস্য বৃন্দ।