উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃদিনাজপুরের খানসামা উপজেলায় বিশ্ব হাসিতে পারে সুন্দর হাসি, এসো হে মানুষ কবিতাকে ভালোবাসি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব কবিতা দিবস উদযাপন-২০২২ ও হোসাইন মুহাম্মদ আনোয়ার রচিত “বিকেলের পরে আসে গোধুলী” কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট উন্মুক্ত মঞ্চে (গ্রোয়ার্স মার্কেট) বেলান সাহিত্য সংস্কৃতি পরিষদ এর আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ আকর্ষণ ছিলেনঃ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ এর সভাপতিত্বে বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আঃ রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি সাহিত্য সংস্কৃতি সংগঠক লুৎফর রহমান,কবি ও লেখক হাবিবা বেগম,খানসামার শাপলা গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক দেবনাথ সিদ্ধার্থ শংকর।
প্রধান আলোচকঃকবি,লেখক ও গবেষক,বীরগঞ্জ সরকারি কলেজের প্রিন্সিপাল ডঃমাসুদুল হক।
বিশেষ আলোচকঃ কবি,লেখক ও সাংবাদিক সৈয়দা রুখসানা জামান শানু,ভূষির বন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার বিশ্বাস, দিনাজপুর জেলার কবি ও নাট্যকর্মী ওয়াসীম আহমেদ শান্ত, খানসামা উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তাজ ফারাজুল ইসলাম চৌধুরী,নারী সাংবাদিক চৌধুরী নুপুর নাহার তাজ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন।
আরও উপস্থিত ছিলেন বিকেলের পরে আসে গোধুলী কাব্যগ্রন্থের লেখক হোসাইন মুহাম্মদ আনোয়ার।
সহযোগিতায় ছিলেন বেলান সাহিত্য সংস্কৃতি পরিষদের সদস্য কবি ডি এম মুজির।