খানসামা উপজেলা প্রতিনিধিআর,এম রাকিবদি নাজপুরের খানসামা উপজেলায়
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব-এঁর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার খানসামা উপজেলা কমপ্লেক্স হলরুমে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল-এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
ইউএনও রাশিদা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, এসিল্যান্ড মারুফ হাসান, কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, ওসি চিত্তরঞ্জন রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মন্জুরুল হক, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।