খানসামা উপজেলা প্রতিনিধি
আর,এম রাকিবমানুষের শেষ আশ্রয়স্থল হাসপাতাল। সেই হাসপাতালে ভুল চিকিৎসায় হয় মৃত্যু। এমনি এক ঘটনা ঘটেছে দিনাজপুরের খানসামা ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে।জানা যায়, এক প্রসূতি মায়ের প্রসব ব্যাথা আরাম্ভ হলে ওই হাসপাতালে নিয়ে আসা হয় গত শুক্রবার ১৯ আগস্ট বিকেল সাড়ে ৪ ঘটিকায়। রাত ১০ ঘটিকায় অনেক বেশি ব্যাথা উঠলে রোগীর পরিবারের লোকজন বার বার বলেন, আমাদেরকে রিলিজ দেন আমরা অন্যত্র নিয়ে যাব। নার্স বলেন সমস্যা নাই এখানেই ডেলিভারি করা যাবে। এরপর একটি ইনজেকশন পুশ করা প্রসূতি মহিলাকে। রাত ১ টার দিকে ভূমিষ্ঠ হয় নবজাতক। কিছুক্ষণ পর পরে নবজাতকের মৃত্যু ঘটে। প্রসুতির ছোট বোনের অভিযোগ, ভুল চিকিৎসার কারনে নবজাতকের মৃত্যু হয়। আমরা সঠিক বিচার চাই, আমার বোনের ক্ষতি করছে নার্স তিনি আরো জানা যায়, এই হাসপাতালে শুরু থেকেই কোন ডাক্তার ছিল না। একজন নার্স ও একজন আয়া দিয়ে পরিচালনা করা হচ্ছে।উপজেলা সাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন আমরা এই নার্সকে বদলি করলাম। আজ থেকে এই হাসপাতালে প্রসূতি মহিলাদের চেক আপ করানো হবে আপাততঃ কোন রকম ডেলিভারি সেবা দেওয়া বন্ধ থাকবে।পরবর্তীতে হাসপাতাল কতৃপক্ষ নবজাতক শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।