মোঃমকবুল হোসেন (কুড়িগ্রাম জেলা) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে গরুসহ ১ চোর কে আটক করেছে রাজারহাট থানা পুলিশ
গত ৩০শে জুন রাতে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ গ্রামের মোঃ রেদওয়ানুল হক খন্দকার
এর গোয়াল ঘর থেকে ১টি গরু চুরি হয়,পরে চুরির ঘটনার
বিষয়ে রেদওয়ানুল হক খন্দকার
বাদী হয়ে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন,অভিযোগের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশ চোরাইকৃত গরু উদ্ধারের জন্য বিশেষ একটি টিম তৈরী করে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন ।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার এর
সার্বিক দিক নির্দেশনায় ৩০ জুন এসআই অনিল কুমার রায়ের সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নিজ বাড়ি হইতে আসামী সোহান খন্দকার কে-খিতাবখাঁ এলাকা থেকে গ্রেফতার করেন।
আসামীর দেওয়া তথ্যমতে রাজারহাট ইউনিয়নের হরিশ্বর তালুক গ্রাম হইতে রেদওয়ানুল হক খন্দকারের চুরি হওয়া ১টি গরু উদ্ধার করা হয়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার বলেন,রাজারহাট থানা এলাকায় চুরি,ডাকাতি প্রতিরোধ ও মাদক নিমূর্লের জন্য থানা পুলিশের এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
তারিখঃ৩০/০৬/২০২২ইং।
মোবাঃ-০১৭৩৯০১৮৩২৭