নাসিম উদ্দীন স্টাফ রিপোটারঃ
জাতীয় যুব জোট দৌলতপুর উপজেলার সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।
আজ রাত ১১ঃ৩০ টায় দৌলতপুর উপজেলার আল্লার দর্গা বাজারে কতিপয় সন্ত্রাসী তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। মুমূর্ষু অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলেও কর্তব্যরত চিকিৎসক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। রাত ১২ টা ৫০ মিনিটের দিকে সে মারা যায়।
যুব জোটের শোক, সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবি
জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন এক বিবৃতিতে সন্ত্রাসী হামলায় নিহত দৌলতপুর উপজেলা যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালামের প্রতি গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
তারা বলেন, মাহবুব খান সালাম ছিলেন প্রতিবাদি ও স্পষ্টবাদী। তারা অবিলম্বে মাহবুব খান সালামের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।