কুষ্টিয়া ভেড়ামারায় পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু
আজ ১৫/০২/২০২২কুষ্টিয়া ভেড়ামারা উপজেলাই জি.কে ক্যানালে গোসল করতে এসে এক কিশোরের মৃত্যু হয়।
এক সূত্রে জানা যায় যে কুষ্টিয়া
ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অফিস সহকারী মোছাঃ জান্নাতুল ফরদৌস মিলি এর পুত্র আদিব (১৫) বন্ধুদের সঙ্গে জি.কে ক্যানেল চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সামেন মিনি পার্কের সিড়ির উপর থেকে গোসল করার জন্য লাফ দিলে সাতার না জানায় আর কিনারে ফিরে আসতে পারে নাই। সাথে থাকা বন্ধুগণের চিৎকার চেচামেচিতে স্থানীয় লোকজন তাৎক্ষনিক খোজাখুজি শুরু করলেও কোন সন্ধান না পেলে পরবর্তীতে ফায়ার ব্রিগেডকে ফোন করলে তারা উক্ত আদিব কে পানি থেকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করেন।
আদিব দৌলতপুর যুব উন্নয়নে কর্মরত ওহিদুল ইসলামের ছোট ছেলে । আদিব ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। বাড়ি ভেড়ামারা মধ্যবাজার জাসদ অফিসের পিছনে।