মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কাপ্তাইয়ে উপজেলায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল বৃহস্পতিবার সকাল ১০টায় কাপ্তাই উপজেলায় দিবসটি পালন করা হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য হলো ” সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য “।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম, বেসরকারি উন্নয়ন সংস্হা ব্র্যাক, হিলফ্লাওয়ারের সহযোগিতায় উপজেলা সদর হাসপাতাল হতে একটি র্যালী বের করা হয়। পরে এক সভায় বক্তব্য রাখেন
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, মেডিকেল অফিসার ডাঃ মেজবাহ উদ্দীন ও চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, এসময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করেন।