বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo শিক্ষাব্যবস্হা সংস্কার ও জাতীয়করণ বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান Logo বেনাপোল বাজার ব্যবসায়ীদের নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত Logo বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান শাহীনুর রহনান চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব Logo বীরগঞ্জে ৪র্থ শ্রেণির মাদ্রাসা ছাত্রী’র মৃতদেহ উদ্ধার Logo দুর্যোগ উপদেষ্টা ফারুক ই আজম এর সাথে মহানগর জামায়াতের সেক্রেটার অধ্যক্ষ নুরুল আমিনের সৌজন্য সাক্ষাৎ Logo ঝিনাইদহে ছাত্রদল নেতা মীর্জা ও শিবির সভাপতি পারভেজ হত্যায় পুলিশ কর্মকতাসহ হত্যা মামলা Logo ঝিনাইদহে জামায়াত কর্মী হত্যার ঘটনায় থানায় মামলা Logo হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি পণ্য পরিবহন মালিক গ্রুপ নতুন কমিটির শপথ গ্রহণ Logo বানারীপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। Logo বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ২ পরিবারকে ৪ লাখ টাকা অনুদান দিলো জামায়াত ইসলামী
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

“এবিএম সালেহ উদ্দীনের নতুন বই’প্রবন্ধ বিচিত্রা’ যার আবেদন কখনও ফুরাবে না” আলোচনাঃ

Reporter Name / ১৩১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৪:১৩ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন প্রবন্ধ লেখার প্রকৃত কৌশল রক্ষা করে যিনি সাহিত্যকর্মে সচল ।আমাদের বাহিতজীবনের গতিমন্থরতার মধ্যেও যিনি সর্বদা শিল্প-সংস্কৃতি ও সাহিত্য কর্মে নিস্ত রয়েছেন ,তিনি হলেন কবি ও লেখক এবিএম সালেহ উদ্দীন । তার রচিত অসংখ্য লেখার ভেতর থেকে বাছাইকৃত জীবনভিক্তিক প্রবন্ধসমূহ নিয়ে প্রকাশিত হলো ‘প্রবন্ধ বিচিত্রা’ । সদ্য প্রকাশিত নতুন ধারার প্রবন্ধমালায় লেখকের নিজের জীবনের স্মরণীয় মনীষীদের জীবনালেখ্য,স্মৃতিকথা এবং অখন্ড নিজস্বতায় সাজানো সমুজ্জ্বল গ্রন্থটিতে পাঠকের মনের খোরাক পাওয়া যাবে । উল্লেখিত বইয়ের প্রতিটি প্রবন্ধের চরিত্র অনুসন্ধানমূলক ও গবেষণাধর্মী । একথা নির্দ্ধিধায় বলা যায় উক্ত ‘প্রবন্ধ বিচিত্রা’ বইটি সবসময়ের পাঠকের জন্য উপজীব্য ও উপকারি হবে । বাংলার মহামনীষীদের বৈচিত্রময় জীবনের কত বর্ণবৈভব ও বহুমাত্রিক উপাখ্যান আছে । ঐতিহ্যের নিরিখে তাঁদের জীবনবোধ,সৃজনশৈলী, মননশীলতা,শিল্পবোধ ,সাহিত্যাদর্শ ,নিজস্ব দর্শন,সমাজচিন্তা,রাজনীতি,রাষ্ট্রচিন্তা ও কর্মজীবনে বহুমুখি প্রতিভা এবং অনন্য বৈশিষ্ট্যের কারণে তাঁরা সমুজ্জ্বল ও চিরস্মরণীয় । তাঁদের সম্পর্কে আমরা কতটুকু জানি । এই গ্রন্থে যাঁদের নিয়ে লেখা হয়েছে,তাঁরা প্রত্যেকেই বহুগুণে গুণান্বিত,স্বমহিমায় প্রতিষ্ঠিত ও খ্যাতিমান । জীবদ্দশায় তাঁদের অনেকেই অকুন্ঠ সন্মানবোধ ও মর্যাদাবোধের স্বীকৃতি পেয়েছেন । আবার কেউ দৈব-দুর্বিপাকে অবহেলিতও হয়েছেন ! বইটিতে তাঁদের বর্ণাঢ্য জীবনের বহুমাত্রিক বর্ণবিভা,বৈচিত্রময় জীবনাচারের সৌকর্যময় দিকসমূহের নিঃসংকোচ আলোকপাত করা হয়েছে । বাংলাদেশের শিল্প-সাহিত্যের হাজার বছরের ঐতিহ্য এবং ব্যক্তিত্বশীল মানুষের জীবনাচার ও বর্ণাঢ্য জীবনবোধ নিয়ে সালেহ উদ্দীনের ‘প্রবন্ধ বিচিত্রা’ নামক গ্রন্থের যাত্রা শুরু । যাঁদের নিয়ে লেখা হয়েছে; তাঁরা হলেন- ‘ সাংবাদিকতার জনক মওলানা আকরম খাঁ, শেরে বাংলা একে ফজলুল হক ,ড.মুহাম্মদ শহিদুল্লাহ,কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসীম উদ্দীন,কথা সাহিত্যিক আবু রুশদ,বঙ্গবন্ধুর জেল জীবন ও রাজনৈতিক প্রজ্ঞাবোধ, সৈয়দ আলী আহসান,আহমদ ছফা, চিত্তরন্জন সাহা,স্বাধীনতার কবি শামসুর রাহমান, কবি আল মাহমুদ, কবি শহীদ কাদরী,আতাউস সামাদ,সাংবাদিক ফাজলে রশীদ,অধ্যাপক মমতাজ উদ্দীন আহমদ,কবি ফজল শাহাবুদ্দীন,আবদুল মান্নান সৈয়দ, কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ,খসরুজ্জামান চৌধুরী, মোশারেফ হোসেন শাজাহান ও মিনার মাহমুদ । জীবনের অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে বসবাস করেও বহুনন্দিত আলোকিত মানুষের জীবনালেখ্য এবং তাঁদের জীবনের কথা নিয়ে প্রকাশিত গ্রন্থটির দীপ্তি নি:সন্দেহে আমাদের পশ্চাদপদ জনগোষ্ঠীকে আলোর পথ দেখাতে সহায়ক হবে । সমাজের নানারকম বৈপরীত্য নিয়ে বড় মানুষের জীবনবৃত্তান্ত ব্যক্ত করা কঠিণ এবং বিপত্তিও অনেক । বর্তমান সমাজে ইতিহাসের সেরা মানুষের জীবনকাহিনী নিয়ে বিশ্লেষণের দিকে খুব একটা এগুতে দেখা যায় না । অনেকে জনজীবনের প্রাণশক্তির উন্মেষ ও বুদ্ধিবৃত্তির বিষয় সম্পর্কে ঔদাসিন্য প্রকাশ করেন । আস্তে আস্তে কেন যেন আমরা বড় মানুষদের অবদানের কথা ভুলে যেতে বসেছি । বুদ্ধিবৃত্তির সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে , জাগ্রতচিত্তের মানুষের ভেতরকার অনৈক্য এবং দৃষ্টিভঙ্গির অসামনন্জস্যতার বহিঃপ্রকাশ । আবার অনেকে সমাজ ও রাষ্ট্রগত সুবিধার দিকে ঝুঁকে গিয়ে বুদ্ধিবৃত্তির আসল সত্তাকে আড়াল করে ফেলেন এবং অতীতের ঐতিহ্যগাঁথা ইতিহাসের দিকে ফিরে তাকাতে চান না ! এধরণের অমনোযোগিতা কারো কাম্য নয় । এমতাবস্থায় উল্লিখিত গ্রন্থের বিশিষ্ট মহামনীষীদের অবিস্মরণীয় অবদানের প্রতি আমাদের সন্মানবোধ প্রদর্শনের ক্ষেত্র তৈরি এবং তাঁদের প্রকৃত গুণাবলীর একটা সমন্বিত স্তম্ভ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে । যাঁদের প্রদ্যোত ঔজ্জ্বল্যতা আমাদের সমাজ ও রাষ্ট্রকে আরও বেশি আলোকিত করে রেখেছে । আমরা তাঁদের সম্পর্কে বিস্মৃত থাকতে পারি না । কবি এবিএম সালেহ উদ্দীনের সদ্য প্রকাশিত’প্রবন্ধ বিচিত্রা’ প্রকাশ এবং পড়ার মাধ্যমে আমাদের দায় কিছুটা হলেও পরিশোধিত হবে । সবদিক বিচার করলে নি:সন্দেহে বলা যায় যে, বইটির আবেদন কখনই ফুরাবে না এবং পাঠক উপকৃত হবেন । বইটি প্রকাশ করেছে ঢাকার অভিজাত প্রকাশনা সংস্থা ‘বাড পাবলিকেশন্স’ । ঢাকার জেনারেশন প্রিন্টিং প্রেস থেকে উন্নতমানের কাগজে ঝকঝকে ছাপাকৃত গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন ,মারজিয়া মাসনুভা । দামি কাগজের পুস্তানি ও টেকসই বাধাইকৃত বইটির মূল্যঃ ৪০০টা $২০ ডলার ।বইটি নিউইয়র্ক বইমেলায় পাওয়া যাবে । এছাড়া রকমারি ডট কম থেকে সংগ্রহ করা যাবে ॥ লেখক যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এবং এডিটর,বাপসনিউজ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST