মোঃ মুনাইম ইসলাম, ্ভ্রাম্যমান প্রতিনিধি ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে অদ্য ইং-২৮.০৫.২০২৪ খ্রী: তারিখ আনুমানিক সকাল ১০ঃ৩০ ঘটিকার সময় জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল হান্নান (৫৫),পি:মৃত,হারেজউদ্দিন,সাং:সন্তোষপুর,থানা:জীবননগর, জেলা:চুয়াডাঙ্গা দর্শনা হতে বাজার করে আকন্দবাড়িয়া হয়ে জীবননগরের উদ্দেশ্য মটর সাইকেল যোগে আসার পথে জীবননগর থানাধীন উথলী ইউনিয়নের আমতলা আবাসনের সামনে আসলে মটর সাইকেল চলমান অবস্থায় পিছন থেকে মোটরসাইকেল আরোহী দুজন দুর্বৃত্ত তাকে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ভিকটিম আঘাত প্রাপ্ত হয়ে মটর সাইকেল চালিয়ে সরাসরি উথলী ইউনিয়ন পরিষদের ভিতরে প্রবেশ করেন।ইউনিয়ন পরিষদের ভিতরে থাকা গ্রাম পুলিশ লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদরে নিয়ে যায়,তাকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরে অতিরিক্ত রক্তহ্মরন হয়েছে,উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকাতে নেওয়া হবে বলে জানা গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত। বিগত কয়েকমাস পূর্বেও তার নিজ বাড়ির সামনে হামলা চালিয়ে ছিল অজ্ঞাত দুর্বৃত্তরা