এস এম সুমন বাংলাদেশ রিপোর্টার নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএন ও)সুখময় সরকারের সরকারি গাড়ি চাপায় সোহেল আহমেদ ওরফে জীবন নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০ টায় সিংড়া উপজেলার নিংগইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সাংবাদিক সিংড়া প্রেস ক্লাবের সদস্য।এছাড়া শেরকোল আগপাড়া বন্দর উচ্চ বিদ্যালয়ের আই সিটি বিভাগের শিক্ষক এবং সিংড়া বাজারের ফ্রেন্ডস কম্পিউটার অ্যান্ড স্টেশনারির স্বত্বাধিকারী ছিলেন। প্রদর্শীরা জানান ; প্রতিদিনের মতো সরকারি গাড়ি নিয়ে পাশের নলডাঙ্গা ইউ এনও সুখময় সরকারের স্ত্রী সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অর্নাস কলেজের বাংলা বিভাগের প্রভাষক মানষী দত্ত মৌমিতা কলেজে আসছিলেন। এ সময় মোটরসাইকেলে সাংবাদিক সোহেল আহমেদ ওরফে জীবন সিংড়া থেকে তার কর্মস্থল শেরকোল আগপাড়া বন্দর উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে সিংড়া পৌরসভার নিং গইন এলাকায় ইউ এন ওর গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক সোহেল আহমেদ ওরফে জীবন গুরুত্ব আহত হন।তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নলডাঙ্গার ইউ এনও সুখময় সরকার সিংড়ার ইউ এনও এম এম সামিরুল ইসলাম,এসি ল্যান্ড আল ইমরান ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এসময় কৃষক আফজাল হোসেন ও স্থানীয় হোটেল ব্যবসায়ী সোলায়মান বলেন, সরকারি গাড়িতে একজন নারী ও গাড়ির ড্রাইভারসহ তিনজন ছিলেন। সিংড়া গোল-ই- আফরোজ সরকারি অর্নাস কলেজের শিক্ষার্থীরা এ প্রতিবেদকের ক্যামেরায় সরকারি গাড়ির ছবি দেখে বলেন, তাদের (ম্যাডাম) শিক্ষক এ গাড়ি নিয়েই কলেজে আসেন। তবে কলেজের ভারপ্রাপ্ত জহির উদ্দিন বলেন, কলেজে বিভিন্ন জন গাড়ি নিয়ে আসেন।কোনটা ইউ এন ওর বা সরকারি গাড়ি সেটা তার জানা নেই। নলডাঙ্গার ইউ এনও সুখময় সরকার গাড়িতে তার স্ত্রী ছিলেন না দাবি করে বলেন, নলডাঙ্গায় তেল সংকট থাকায় তার সরকারি গাড়ি টি এখানে তেল নিতে পাঠিয়েছিলেন।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ- আলম সিদ্দিকী সড়ক দুর্ঘটনার বিষয় টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নেবে।ঝলমলিয়া হাইওয়ে থানার (ওসি)রেজুওয়ানুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।