যুদ্ধ আমি করিনি
স্বাধিনতার জন্য
তবু ও পেয়েছি স্বাধীনতা
যারা এত সংগ্রাম করে জীবন দিয়েছে
তাদের জন্য রেখেছি কি মানবতা।
কোথায় আজ সেই কাংখিত স্বাধিনতা।
লক্ষ মা বোনের ইজ্জ্তের মূল্য
লক্ষ্য মায়ের কোল শূন্য?
স্বাধীনতার স্বাধ
হয়েছে কি পুর্ন।
প্রশ্ন উঠে নিজের অন্তরে
স্তব্ধ হয়ে যাই কখনো।
স্বধীনতা তুমি কি?
এখনো গঞ্জে ,শহরে
ঘাটে মাঠে?
সেই রক্ত পিসাসের গন্ধ।
ঘরে ঘরে মরে আজো
খুন খারাপি আর নির্যাতনে,
অত্যাচারিত হচ্ছে কত?
সত্যি কি আমরা পেরেছি স্বাধিন হতে
না কি সব মিথ্যায়
বন্ধ।
কি হলো এত প্রানের
বিনিময়
আজো যদি প্রানে জাগে ভয়
কোথায় সেই গনতন্ত্র।
নাকি সব ভন্ডামির ভন্ড
সার্থ হাসিলে
সব ব্যস্ত।
ভবিস্যত দেখছি
সামনে সব হবে অন্ধ।
স্বাধিনতা তুমি ফিরে এসো
দুর হোক মিথ্যা মিথ্যি খেলা
স্বাধিন করো নতুন স্বাধে,ভাসাও তরি ভেলা।।