ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কির সাহস ও নেতৃত্বের প্রশংসা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার (১৫ মার্চ) কানাডার সংসদে দেয়া ভাষণে জেলেনস্কির প্রশংসা করেন ট্রুডো।
ট্রুডো বলেন, আপনার সাহস এবং আপনার লোকদের সাহস আমাদের সকলকে অনুপ্রাণিত করে। আপনি ইউক্রেনীয়দের তাদের নিজস্ব ভবিষ্যত বেছে নেওয়ার অধিকার রক্ষা করছেন এবং এটি করার মাধ্যমে আপনি সেই মূল্যবোধকে রক্ষা করছেন যা সমস্ত স্বাধীন ও গণতান্ত্রিক দেশের ভিত্তি গঠন করে।
কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন, মিত্র এবং অংশীদারদের সাথে মিলে রাশিয়ার ওপর আমরা আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছি। আমরা নতুন করে ১৫ জন রাশিয়ান কর্মকর্তার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছি, যার মধ্যে রয়েছে রুশ সরকার ও সামরিক অভিজাত ব্যক্তিরা। এরা সবাই ইউক্রেনে অবৈধ যুদ্ধে জড়িত।উল্লেখ্য, শুরু থেকেই ইউক্রেনে রুশ আগ্রাসনের কঠোর সমালোচনা করে আসছে কানাডা। রাশিয়ার ওপর আরোপ করেছে বেশ কিছু নিষেধাজ্ঞা। যুদ্ধের জেরে কানাডার বারগুলোতে রাশিয়ান মদ বিক্রির মতো সিদ্ধান্তও নিয়েছে দেশটি।